“হজ্জ” ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, সামর্থবান ব্যক্তিদের জন্য জীবনে একবার হজ্জ আদায় করা ফরয, হজ্জ ফরয হওয়ার পর মনগড়া অজুহাত দেখিয়ে তা আদায়ে বিলম্ব করা উচিৎ নয়। এ ফরয কাজটি আদায় করতে সরকার অনুমোদিত একটি বিশ্বস্ত হজ্জ এজেন্ট প্রয়োজন, আরো প্রয়োজন একজন অভিজ্ঞ আলিমে দ্বীনের সহযোগিতার যেমন প্রয়োজন ফরজ নামায জামাআতের সাথে আদায়ের জন্য একজন যোগ্য ইমামের।
অতিব গুরুত্বপূর্ণ এ ফরজ কাজটি সঠিক, সুষ্ঠ এবং নির্ভুলভাবে পালন করার জন্য প্রয়োজন দীর্ঘঅভিজ্ঞতা সম্পন্ন এবং অভিজ্ঞ আলেমে দ্বীন,মুফতী, মুহাদ্দীসগণ দ্বারা পরিচালিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের। বাংলাদেশে যে কয়টি হজ্জ এজেন্সী সুনামের সাথে হজ্জের কার্যক্রম পরিচালনা করে আসছে কে. এম ট্রাভেলস এন্ড ট্যুরস তার মধ্যে অন্যতম। আলহামদুলিল্লাহ আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা হজ্জ কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা করেছি এবং সে অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আল্লাহ আমাদের সহায় হন। আমীন।
এ-প্যাকেজ- 8,২৫,০০০/- টাকা (কুরবানী ছাড়া)
আবাসন ব্যবস্থা:
মক্কা-মদীনায় হারাম শরীফ হতে ৬০০/৭০০ মিটারের মধ্যে আবাসন ব্যবস্থা।
রুম সুবিধাঃ
- সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জন হাজী সাহেব এবং প্রত্যেক হাজী সাহেবের জন্য আলাদা খাট এবং বাথরুমের সু-ব্যবস্থা।
- মহিলাদের জন্য পর্দার সহিত সম্পূর্ণ আলাদাভাবে থাকা এবং বাথরুমের ব্যবস্থা।
দৈনিক খাবার : দৈনিক দুই বেলা খাবারের ব্যবস্থা থাকবে।
- দুপুর : ভাত, মাছ/গোস্ত, সবজি/ভর্তা, ডাল।
- রাত : ভাত, মাছ/গোস্ত, ডাল।
বি-প্যাকেজ - ৩,৬০,০০০/-টাকা (কুরবানী ছাড়া)
আবাসন ব্যবস্থা:
মক্কা-মদীনায় হারাম শরীফ হতে ১০০০/১২০০ মিটারের মধ্যে বাড়ীর ব্যবস্থা।
রুম সুবিধাঃ
- সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
- প্রতি রুমে সর্বোচ্চ ৬/৭ জন হাজী সাহেব এবং প্রত্যেক হাজী সাহেবের জন্য আলাদা খাটের সু-ব্যবস্থা।
- মহিলাদের জন্য পর্দার সহিত সম্পূর্ণ আলাদাভাবে থাকা এবং বাথরুমের ব্যবস্থা।
দৈনিক খাবার : দৈনিক দুই বেলা খাবারের ব্যবস্থা থাকবে।
- দুপুর : ভাত, মাছ/গোস্ত, ডাল।
- রাত : ভাত, মাছ/গোস্ত, ডাল।
ভি.আই.পি প্যাকেজ ১০,০০,০০০/- (কুরবানী ছাড়া)
মক্কা-মদিনা হারাম শরীফ হতে ১০০/২০০ মিটারের মধ্যে ফাইভ-ষ্টার হোটেলে আবাসন ব্যবস্থা।
দৈনিক খাবার :
তিন বেলার সু-স্বাদু খাবারের ব্যবস্থা



